Site icon Jamuna Television

টুইটারের নতুন সিইও নিয়োগ দিলেন ইলন মাস্ক

ছবি : সংগৃহীত

টুইটারের নতুন সিইও নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। বৃহস্পতিবার (১১ মে) জানান, আগামী মাস থেকেই দায়িত্ব নিবেন ওই নারী। তবে নাম প্রকাশ করেননি কারও।

সে সময় মাস্ক থাকবেন প্রধান প্রযুক্তি কর্মকর্তার ভূমিকায়। এক টুইট বার্তায় মাস্ক জানান, স্পেস-এক্স এবং টুইটারের জন্য নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিতে পেরে তিনি উচ্ছ্বসিত। আগামী ছয় সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন, নতুন সিইও।

অবশ্য প্রযুক্তি খাত এবং গণমাধ্যমগুলোর মধ্যে শুরু হয়েছে বিষয়টি ঘিরে গুঞ্জন। তাতে উঠে এসেছে, এনবিসি ইউনিভার্সালের শীর্ষ বিজ্ঞাপন বিপণন নির্বাহী লিন্ডা ইয়াকারিনো হতে পারেন সম্ভাব্য সিইও। কারণ, তিনি বিজ্ঞাপন শিল্পের স্বনামধন্য নেতা।

গত মাসে মিয়ামিতে হওয়া এক সম্মেলনে মাস্কের সাথে তার সাক্ষাৎ হয়। গত অক্টোবরে ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন ইলন মাস্ক। এনেছেন কোম্পানিতে ব্যাপক পরিবর্তন। ছাটাই করেছেন ৮০ শতাংশ কর্মী।

এএআর/

Exit mobile version