Site icon Jamuna Television

ঢাকায় অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা

রাজধানীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার (১২ মে) ভোরে রাজধানীর আফতাবনগরে এই প্রতিযোগিতার আয়োজন করে আল্টা ক্যাম্প রানার্স-ইউসিআর।

সেখানে বড়দের জন্য ছিল ৫ ও ১০ কিলোমিটারের ম্যারাথন। আর শিশুদের জন্য রাখা হয় ২ কিলোমিটার ম্যারাথন। সারাদেশ থেকে প্রায় ৯০০ জন এই প্রতিযোগিতায় অংশ নেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আয়োজকরা বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে দৌড়ের বিকল্প নেই। স্বাস্থ্যসচেতনা বৃদ্ধির পাশাপাশি মাদকাসক্তি থেকে তরুণদের সচেতন করা ও তাদের খেলাধুলার মাঝে ফিরিয়ে আনতে এ আয়োজন। মাদকমুক্ত সমাজ গড়তে সারাদেশে এই আয়োজন ছড়িয়ে দেয়ার কথা জানান আয়োজকরা। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।

ইউএইচ/

Exit mobile version