যুদ্ধ কবলিত সুদান থেকে জেদ্দা হয়ে খালি হাতে দেশে ফিরলেন আরও ২৩৯ জন বাংলাদেশি।
শুক্রবার (১২ মে) সকাল ৯টার পরে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনিরুছ সালেহীন। পরে তাদের প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা দেয়া হয়। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৫৫ জন প্রবাসী।
সুদানে আটকা পড়া বাকিদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদের সহযোগিতা করছে আইওএম।
ইউএইচ/

