উয়েফা ইউরোপা লিগে প্রথম সেমিফাইনালের প্রথম লেগে পল পগবা’র ক্যামিওতে ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে হার এড়িয়েছে য়্যুভেন্টাস। ইউসেফ নাসরির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় ইনজুরি টাইমে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
তুরিনে ম্যাচের ২৬ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন ইউসেফ নাসরি। মরক্কোন এই ফরোয়ার্ডের গোলে ফাইনালের পথ প্রায় মসৃণ করে ফেলেছিল সেভিয়া। তবে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে খেলার মোড় ঘুরিয়ে দেন পগবা। ৯৭ মিনিটে কর্নার থেকে আসা বল জটলার ভেতরে পেয়ে গোলমুখে হেড নেন এই ফরাসি ফুটবলার। খুব কাছ থেকে ফিরতি হেডে বল জালে জড়ান ইতালিয়ান ডিফেন্ডার গাতি।
এর আগে ম্যাচের ৭০তম মিনিটে বদলি নামার পর থেকে ড্রিবল এবং অ্যাটাকিং থার্ডে কয়েকটি সফল পাস দিয়ে য়্যুভেন্টাসের আক্রমণে গতি বাড়ান পগবা। ২০২২-২৩ মৌসুমে এটি ছিল তার ৯ম ম্যাচ। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে প্রথম লেগের সেমিফাইনাল শেষ হয় ১-১ গোলে।
ইউএইচ/

