Site icon Jamuna Television

কঙ্গোয় নজিরবিহীন বন্যায় প্রাণহানি বেড়ে ৪৩৮

ছবি : সংগৃহীত

কঙ্গোয় চলমান নজিরবিহীন বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ জনে। এতে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে ৫ হাজার মানুষ। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১১ মে) দক্ষিণ কিভু প্রদেশের একটি নদীর তীর থেকে এক মাস বয়সী দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় কঙ্গোর সাউথ কিভুসহ আশপাশের বিশাল এলাকায়। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।

তবে বৈরি আবহাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্গত অঞ্চলে ত্রাণ পাঠিয়েছে সরকার ও বিভিন্ন সংস্থা। তবে রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় প্রত্যন্ত অনেক এলাকাতেই এখনও পৌঁছায়নি সহায়তা। চলতি মাসের শেষ নাগাদ ভারি বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

এএআর/

Exit mobile version