Site icon Jamuna Television

ঢাকায় শুরু হলো ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স

ঢাকায় শুরু হয়েছে ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স। শুক্রবার (১২ মে) সকাল থেকে শুরু হয়েছে সম্মেলনপূর্ব থিমেটিক সেশন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ আয়োজনে অংশ নিচ্ছেন ২৫ দেশের প্রতিনিধি।

এবারের সম্মেলনের মূল ভাবনা শান্তি, সমৃদ্ধি ও অংশীদারিত্ব। সকালের থিমেটিক সেশনগুলোর মূল ভাবনা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা। এতে অর্থনৈতিকভাবে টেকসই করা, শান্তি শৃঙ্খলা, সব দেশ মিলে ভবিষ্যতের নিরাপত্তার ইস্যুগুলো উঠে আসে।

বক্তারা বলেন, এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চারটি থিমেটিক সেশনের পর সন্ধ্যায় মূল সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এএআর/

Exit mobile version