Site icon Jamuna Television

নতুন কোচ নিয়োগ দিচ্ছে দু’বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও চিলির সাবেক কোচ মার্সেলো বিয়েলসাকেই নতুন কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে দু’বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে। আগামী বিশ্বকাপ পর্যন্ত নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাকে।

গুঞ্জনটা শোনা যাচ্ছিল অবশ্য গত মাস থেকেই। দা অ্যাসোসিয়েটেড প্রেসকে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হোর্হে কাসালেস অবশেষে নিশ্চিত করেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব নিতে যাচ্ছেন বিয়েলসা। 

ধারণা করা হচ্ছে, দু-একদিনের মধ্যেই রাজধানীর মন্টেভিডিওতে হাজির হবেন ৬৭ বছর বয়সী এই কোচ। নিয়োগ পাওয়ার পর জাতীয় দলের হয়ে বিয়েলসার প্রথম অ্যাসাইনমেন্ট হবে জুনে। সে সময় মধ্যে আমেরিকার দেশ নিকারাগুয়া ও কিউবার সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে উরুগুয়ের। এদিকে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব।

/আরআইএম

Exit mobile version