Site icon Jamuna Television

‘জিয়া, এরশাদ ও খালেদা বঙ্গবন্ধুর খুনিদের সহায়তা করেছেন’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ ও বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া তিনজনই বঙ্গবন্ধুর খুনিদের সহায়তা করেছেন। এমন অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন আইনমন্ত্রী।

তেজগাঁওয়ে সরকারি শিশুপল্লীতে অনুষ্ঠিত সভায় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশ থেকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টা করছে সরকার। শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণের আহ্বান জানান আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এবং বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন থেকে বুঝতে শিখেছেন, সেদিন থেকেই তিনি জনগণের জন্য কাজ করেছেন, জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন।

মন্ত্রী বলেন, এ জন্য তাকে ব্রিটিশ ও পাকিস্তান সরকারের কাছে শত্রু হতে হয়েছে। তাদের দ্বারা নির্যাতিত হতে হয়েছে। প্রায় ১৪ বছর কারাভোগ করতে হয়েছে।

Exit mobile version