Site icon Jamuna Television

দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির বাধা; টস হতে বিলম্ব

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও চেমসফোর্ডে প্রভাব ফেলেছে বৃষ্টি। ম্যাচ শুরুর আগে বৃষ্টি হানা দেয়ায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি, এই তথ্য জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

সোশ্যাল মিডিয়ায় সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তারা জানিয়েছে, দুর্ভাগ্যবশত আবহাওয়া অনুকূল নয়। বৃষ্টি পড়ছে। তাই টস বিলম্বিত হচ্ছে। আম্পায়াররা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

নিজ দেশে বৃষ্টির আশঙ্কা থাকায় ইংল্যান্ডের মাঠে বাংলাদেশের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজ আয়োজন করেছে আয়ারল্যান্ড। কিন্তু সেই বৃষ্টিতেই ভেসে গেছে সিরিজের প্রথম ওয়ানডে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।

/আরআইএম

Exit mobile version