স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে জিয়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- মো. সোহেল ফকিরের পাঁচ বছর বয়সী মেয়ে শারমীন এবং সাত বছর বয়সী রুমান। এছাড়া সোহেল ফকিরের ভাই রুবেল ফকিরের আট বছর বয়সী মেয়ে মরিয়ম। এরা সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জসিম।
তিনি জানান, বাড়ির পাশের একটি ছোট পুকুরের কিনারায় খেলছিল তিন ভাই-বোন। স্থানীয় ও পরিবারের লোকজনের ধারণা, অল্প পানিতে খেলতে খেলতে
তিন ভাই-বোন পুকুরের মাঝখানে চলে গেলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তিন শিশুর লাশ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোহেল ফকিরের স্ত্রী মোসাম্মদ তানজিলা বেগম জানান, তিনি তার ছোট শিশুকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তার দুটি বাচ্চাসহ তার দেবরের একটি বাচ্চা বাড়ির পাশের শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ইউএইচ/

