রাজবাড়ী প্রতিনিধি:
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজির অভিযোগে জুনায়েদ পাটোয়ারী (৩১) ও সৌরভ হোসেন (২০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
এর আগে দুপুরে বসন্তপুরের সাইনবোর্ড এলাকার মহাসড়ক থেকে তাদের আটক করে আহলাদিপুর হাইওয়ে থানায় সোপর্দ করে স্থানীয়রা। আটককৃতদের মধ্যে জুনায়েদ পাটোয়ারী হলো রাজবাড়ী সদর উপজেলার বিচিত্রা গ্রামের নাজমুল পাটোয়ারীর ছেলে এবং মুকুন্দিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হলো সৌরব হোসেন।
স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় পুলিশের পোশাক পরে এবং হাইওয়ে পুলিশ পরিচয়ে সড়কে চলাচলরত গাড়িগুলোর কাগজপত্র যাচাই করছিল অভিযুক্তরা। সময় একাধিক ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজিও করে তারা। এক পর্যায়ে যানবাহনের চালক ও স্থানীয়দের তাদের আচরণ ও কথাবর্তায় সন্দেহ হওয়ায় ২ জনকে আটক করে হাইওয়ে থানা পুলিশকে সোপর্দ করে।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই মো. জিল্লুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসজেড/

