Site icon Jamuna Television

নাটোরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ভবানীপুর গ্রামে বিষধর সাপের কামড়ে উজ্জল পিউরিফিকেশন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) রাত ৮টার দিকে প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে তার পায়ে বিষধর সাপ কামড় দেয়।

এরপর সে বাড়িতে ফিরে এসে স্ত্রীকে জানায় এবং অবস্থার অবনতি হলে বনপাড়াস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত উজ্জল ওই গ্রামের মৃত ফুলু পিউরিফিকেশনের ছেলে। জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আলী আকবর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এটিএম/

Exit mobile version