৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও চেমসফোর্ডে বৃষ্টির কারণে টস হতে বিলম্ব হচ্ছে। ম্যাচ শুরুর আগে বৃষ্টি হানা দেয়ায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। বিলম্বিত এই টস হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। খেলা হবে ৪৫ ওভারে। খবর ক্রিকেট আয়ারল্যান্ড।
নিজ দেশে বৃষ্টির আশঙ্কা থাকায় ইংল্যান্ডের মাঠে বাংলাদেশের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজ আয়োজন করেছে আয়ারল্যান্ড। কিন্তু সেই বৃষ্টিতেই ভেসে গেছে সিরিজের প্রথম ওয়ানডে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
/এনএএস

