অবসরপ্রাপ্ত কর্নেল খন্দকার নাজমুল হুদা হত্যার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন না বলে দাবি করেছেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
শুক্রবার (১২ মে) বিকেলে এলডিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ওইসময় জিয়াউর রহমান বন্দী ছিলেন। তিনি হত্যাকাণ্ডের নির্দেশদাতা নন। নির্বাচনকে সামনে রেখে হত্যার ৪৭ বছর পর এমন মামলাকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন তৎকালীন এই সেনাকর্মকর্তা।
চলমান রাজনীতিতে ধোঁয়াশা সৃষ্টি করতেই এমন মামলা বলে দাবি করে তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতা জিয়াকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে। কোথায় কী হচ্ছে, কে বা কারা কী করছে তা সম্পর্কে জিয়া জানতেন না বলেও মন্তব্য করেন অলি আহমেদ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ মে) কর্নেল খন্দকার নাজমুল হুদার মেয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান শেরে বাংলা নগর থানায় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান এবং জাসদ নেতা লে. কর্নেল আবু তাহেরকে হুকুমের আসামি করে অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন তার মেয়ে
/এনএএস

