Site icon Jamuna Television

চাঁদপুরে মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে দুই যুবক নিহত

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে সংঘর্ষে অনিম ও সাব্বির নামে দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার (১২ মে) বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের নিজ গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত, সাব্বির চাঁদপুর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মালিক প্রধানীয়ার ছেলে ও অনিম আদর্শ মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেলযোগে অনিম ও সাব্বির কয়েকজন বন্ধু মিলে বের হয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজির সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা দু’জন নিহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ।

এটিএম/

Exit mobile version