Site icon Jamuna Television

গ্রেফতারের সময় আমার মাথায় আঘাত করা হয়: ইমরান খান

ছবি: সংগৃহীত

গ্রেফতারের সময় ইমরান খানের মাথায় আঘাত করা হয় বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হলে তখন সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি। খবর দ্য ডন’র।

ইমরান খান বলেন, ন্যাব অফিসে আমাকে ভালোভাবে রাখা হয়। কিন্তু গ্রেফতারের সময় আমার মাথায় আঘাত করা হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি বলেন, স্ত্রী বুশরা বিবির সাথেও যোগাযোগ করতে পারিনি। এজন্য ন্যাবের টিমকে স্ত্রীর সাথে যোগাযোগ করিয়ে দেয়ার কথা ববলি। পরে তারা ল্যান্ডফোনের মাধ্যমে স্ত্রী বুশরা বিবির সাথে যোগাযোগ করিয়ে দেয়।

পিটিআই চেয়ারম্যান বলেন, গতকাল যখন আদালতে পৌঁছায় তখন শুনি ৪০ জন মানুষ প্রাণ হারিয়েছে। অথচ আমি এ ব্যাপারে কিছুই জানি না।

/এনএএস

Exit mobile version