Site icon Jamuna Television

চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

ফাইল ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম শাহাদাত হোসেন। ছোট ভাই মুরাদ হোসেনে ধাক্কায় পড়ে গিয়ে তিনি মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত মুরাদ হোসেন আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১২ মে) বিকেলে পৌরসভার লাহারকান্দির বাইশমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত
পেশায় গাছ ব্যবসায়ী ছিলেন।

নিহত শাহাদাতের স্ত্রী রোকসানা ইয়াসমিন জানান, ঘটনার সময় বাড়ির চলাচলের রাস্তা নিয়ে তার স্বামী শাহাদাতের সঙ্গে ছোট ভাই মুরাদের তর্কবিতর্ক হয়। এক পর্যায় মুরাদ তার স্বামীকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে শাহাদাতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, হাসপাতাল আনার আগেই শাহাদাত মারা যান। তবে ঠিক কী কারণে তিনি মারা গেছেন তা বলা এখনই যাচ্ছে না। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ প্রসঙ্গে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে ভুক্তভোগী পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এসএইচ

Exit mobile version