Site icon Jamuna Television

ভারতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৩

প্রবল বন্যা আর ভূমিধসে ভারতের কেরালা রাজ্যে ক্রমেই বাড়ছে প্রাণহানির সংখ্যা। চলতি মৌসুমে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৩ জনে। শুধু শুক্রবারই (১৭ আগস্ট) মৃত্যু হয়েছে ১০৬ জনের। ১৪ জেলার সবগুলোতে এখনও ‘রেড অ্যলার্ট’ জারি রয়েছে।

রাজ্যের ইতিহাসে শতাব্দীর ভয়াবহতম এ বন্যায় এখন পর্যন্ত দেড় হাজারের বেশি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে আড়াই লাখ মানুষের। শুধু শুক্রবারই পানিবন্দী বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয় ৮২ হাজার মানুষকে। উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী; ব্যবহৃত হচ্ছে অর্ধশতাধিক নৌ-যান আর হেলিকপ্টার।

বন্যা কবলিত অঞ্চলগুলো পরিদর্শনে রাতেই কেরালায় পৌঁছান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গতদের সহায়তায় কেরালাকে ৫৫ কোটি রুপি অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজ্য দিল্লি, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা ও পাঞ্জাব রাজ্য সরকার।

গেল এক সপ্তাহে স্বাভাবিকের তুলনায় চার গুণ বৃষ্টিপাত হয়েছে কেরালায়। ফলে বন্যায় বিশুদ্ধ পানির সংকটে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version