Site icon Jamuna Television

ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্ধ হলো গ্যাস সরবরাহ

প্রতীকী ছবি।

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে মহেশখালির দুইটি ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার (১৩ মে) গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শুক্রবার (১২ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানায়, ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে। তবে এ ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, মেগনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকতে পারে। তবে পরিস্থিতি বিবেচনায় আংশিক চালু রাখাও হতে পারে।

এদিকে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, অতিদ্রুত গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

এএআর/

Exit mobile version