Site icon Jamuna Television

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে পিআইজে’র আরেক শীর্ষ নেতা নিহত

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ-পিআইজের আরও এক শীর্ষ নেতার মৃত্যু হয়েছে ইসরায়েলি আগ্রাসনে। শুক্রবারও (১২ মে) গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রাখে ইহুদি বাহিনী। খবর সিসিটিভি নিউজের।

পিআইজে’র নিহত কমান্ডারের নাম ইয়াদ আল হাসানি। গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। ইহুদি সেনাদের টানা চারদিনের জোরালো অভিযানে এ পর্যন্ত স্বাধীনতাকামী সংগঠনটির ৬ জ্যেষ্ঠ নেতার প্রাণহানি হলো।

তেল আবিবের দাবি, গাজা থেকে মিসাইল ছুঁড়েছে হামাস। এছাড়া তেল আবিবের মধ্য ও দক্ষিণাঞ্চলকে টার্গেট করে ৮ শতাধিক রকেট ছুঁড়েছে পিআইজে। জবাবে ইসলামিক জিহাদের ঘাঁটি লক্ষ্য করে চালানো হচ্ছে হামলা।

তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, হতাহতদের বেশিরভাগই বেসামরিক। ইসরায়েলের চলমান আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৩৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত শতাধিক। দু’পক্ষের মধ্যে অস্ত্র বিরতিতে মিসর, কাতার ও জাতিসংঘের একাধিক চেষ্টা ব্যর্থ হয়েছে।

এএআর/

Exit mobile version