Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজার সৈকতে যাবতীয় পর্যটক সেবা বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে যাবতীয় পর্যটক সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আজ (১৩ মে) ও আগামীকাল (১৪ মে) কক্সবাজার বিমানবন্দর থেকে ফ্লাইট উঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কক্সবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, সেন্টমার্টিনে সরকারি, বেসরকারি বিভিন্ন স্থাপনায় স্থানীয়দের আশ্রয় নেয়ার ব্যবস্থা করা হয়েছে। সচেতনতা বাড়ানোর জন্য মাইকিং করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র।

পরবর্তীতে সংকেত বাড়লে প্রয়োজন অনুযায়ী ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নেয়া হবে বলে জানানো হয়েছে।

এএআর/

Exit mobile version