Site icon Jamuna Television

খাগড়াছড়িতে ‘মোখা’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার (১৩ মে) সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। গুমোট আবহাওয়া বিরাজ করছে জেলা জুড়ে। শুক্রবার (১২ মে) বিকেলের পর থেকে বজ্রপাতসহ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। রাতভরও ছিল একই অবস্থা।

বৈরী আবহাওয়ায় কয়েকদিনের টানা দাবদাহ থেকে স্বস্তি দেখা গেলেও মোখার প্রভাব নিয়ে চিন্তিত নয় পথচারী ও সাধারণ মানুষ। এদিকে, মোখা মোকাবিলায় প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসনের।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেই আলোকে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। পর্যাপ্ত পরিমাণ চাল, নগদ অর্থ মজুদ রাখা হয়েছে। যাতে করে জেলার দুর্যোগপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে বিতরণ করা যায়।

এদিকে, টানা বৃষ্টিপাতের ফলে জেলায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারদের নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে।

এএআর/

Exit mobile version