Site icon Jamuna Television

মোখার আর সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই: দুর্যোগ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

ঘূর্ণিঝড় মোখার এখন আর সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শনিবার (১৩ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, আজ সকাল থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ কমে এসেছে। ঘূর্ণিঝড়ের গতিবেগকে লক্ষ করে বিপদ সংকেত কমিয়ে সংকেত দেয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মোখার প্রভাবে কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে ৬ থেকে ৯ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া ভোলা, বরগুনায়ও ৩ থেকে ৪ ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলে জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী সব বাহিনীর সাথে কাজ করবে বলেও জানান তিনি।

ডা. এনামুর রহমান আরও বলেন, ঘূর্ণিঝড়ের অবস্থান, গতিপথ ও গতি বিবেচনা করে আমরা স্থির করেছি কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর জন্য। চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি রাখার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন: ‘সিডরের মতোই শক্তিশালী অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’

/এম ই

Exit mobile version