Site icon Jamuna Television

পদ্মাসেতুতে ৭০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক, পাড়ি দিয়েছে ৪৯ লাখ যানবাহন

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

এবার ৭০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক স্পর্শ করেছে পদ্মা সেতু। যানচলাচলের শুরু থেকে শুক্রবার (১২ মে) পর্যন্ত সর্বমোট ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুতে এই টোল আদায় হলো। আর এ পর্যন্ত সেতু পারাপার হয়েছে ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত বছরের ২৫ জুন উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে সেতুতে শুরু হয় যানবাহন চলাচল। এতে গতকাল শুক্রবার ১২ মে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। অন্যান্য যানবাহনের পাশাপাশি, এবারের ঈদুল ফিতরে গেলো ২০ এপ্রিল থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় বেড়েছে টোল আদায়ের পরিমাণ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, এখন পর্যন্ত মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি এবং জাজিরা প্রান্ত হয়ে ২৪ লাখ ৪৪হাজার ৯৭০টি যানবাহন সেতু পাড়ি দিয়েছে। মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০ টাকা ও জাজিরা প্রান্তে আদায় হয়েছে ৩৫৪ কোটি ৮৮লাখ ৭০হাজার ৪৫০টাকা। শিগগিরই সেতুতে স্বয়ংক্রিয় আধুনিক পদ্ধতিতে শুরু হচ্ছে টোল আদায়, যা ভিন্নমাত্রা যোগ করবে দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থায়।

এ ছাড়াও এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। আর একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে প্রায় অর্ধ লক্ষাধিকেরও বেশি।

এটিএম/

Exit mobile version