কর্নাটকের বিধানসভা নির্বাচনে বড় ধরনের জয়ের পথে কংগ্রেস। এখন পর্যন্ত ২২৪টি আসনের মধ্যে কেন্দ্রের বিরোধীরা এগিয়ে আছে ১৩০টি আসনে। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে আছে মাত্র ৬৬টি আসনে। খবর এনডিটিভির।
জয়ের জন্য ম্যাজিক ফিগার ১১৩ আসন। অর্থাৎ একক সরকার গঠনের পথে এগিয়ে চলেছে কংগ্রেস। অন্যদিকে রাজ্যের অপর দল জেডিএস এগিয়ে আছে ২২ আসনে।
এদিকে, ছোট দলগুলোকে সাথে নিয়েও সরকার গঠন করতে পারে কংগ্রেস এমন আভাসও মিলেছে। এরআগে বুথফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেয় ভারতীয় গণমাধ্যমগুলো।
এসজেড/

