Site icon Jamuna Television

মালয়েশিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন; ৪২ দিন পর দাফন

পটুয়াখালী প্রতিনিধি:

মালয়েশিয়ার কুয়ালামপুরে স্বামীর হাতে খুন হওয়া গৃহবধু সাজেদা-ই-বুলবুলের লাশের জানাযা গত রাতে পটুয়াখালীর বড় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এর আগে সাজেদার লাশ এক মাস ১২দিন পর গতকাল বিকালে পটুয়াখালীতে এসে পৌঁছায়। নিহত সাজেদা পটুয়াখালী শহরের আদালতপাড়া বাসিন্দা মোঃ আনিস হাওলাদারের কনিষ্ট কন্যা।

প্রসঙ্গত, গত ৫ জুলাই মালয়েশিয়ায় সাজেদার স্বামী শাহজাদা সাজু, সাজেদাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সাত টুকরো করে লাগেজে ভরে কুয়ালালামপুরের জালান ইপো এলাকার ড্রেনের পাশের একটি জঙ্গলে ফেলে রাখে।

পরে ওই দিনই মালয়েশিয়ান পুলিশ সেখান থেকে সাজেদার লাশ ভর্তি লাগেজ উদ্বার করে। এ ঘটনার ২২দিনের মাথায় গত ২৭ জুলাই ঘাতক স্বামী সাজুকে সেখানকার পুলিশ গ্রেপ্তার করে।

যমুনা অনলাইন: আরএম/কেরআর

Exit mobile version