Site icon Jamuna Television

রাশিয়ান সেনারা মনোবল হারিয়েছে, শিগগিরই পরাজয়, দাবি জেলেনস্কির

রাশিয়ান সৈন্যরা তাদের মনোবল হারিয়েছে, এই যুদ্ধে রাশিয়া খুব শিগগিরই পরাজিত হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শুক্রবার (১২ মে) এমন মন্তব্য করেন তিনি। এ সময় বাখমুতের কিছু এলাকা দখলমুক্ত করার দাবিও জানান জেলেনস্কি। বাখমুত থেকে সেনাদের কিছুটা সরে যাওয়ার কথা স্বীকার করেছে রাশিয়াও। খবর দ্য গার্ডিয়ানের।

এ নিয়ে জেলেনস্কি বলেন, দখলদারদের পরাজয়ের জন্য প্রস্তুত হওয়া উচিত। রুশ সেনারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তাদের ভুল বুঝতে পারছে। আমাদের যোদ্ধাদের ধন্যবাদ জানাই তারা এত কঠিন পরিস্থিতিতেও মনোবল হারায়নি। খুব তাড়াতাড়ি আরও অস্ত্র সরবরাহ করা হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, ক্রেমলিনে কথিত ড্রোন হামলার পরই নিরাপত্তা বাড়াতে অ্যান্টি ড্রোন ইউনিট চালু করেছে রাশিয়া। রুশ শহর সেন্ট পিটার্সবার্গে যাত্রা শুরু করলো পুলিশের নতুন এই ইউনিট, যার প্রধান কাজ হবে মানুষবিহীন আকাশযান শনাক্ত করা। গত ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে জয়ের বার্ষিকী উদযাপনের দিন আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিশেষ এই ইউনিটের।

এসজেড/

Exit mobile version