পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী উপজেলা সদরের সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলো, ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুরের বাচ্চু মন্ডলের ছেলে জাহিদ হোসেন (১০), একই এলাকার পাঞ্জু প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (১০), সাড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের আকিজল হোসেনের মেয়ে আনিকা খাতুন (১১)। জাহিদ ও আনিকা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
স্থানীয়রা জানান, দুপুরে আড়াইটার দিকে সাঁড়া গোপালপুর এলাকায় বাড়ির পাশের মানিক হাজীর পুকুরে তিনজন গোসল করতে নামে। এসময় সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তিনজন। স্থানীয় এক ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে পরিবার ও স্থানীয়দের খবর দেয়। এসময় স্থানীয়রা এসে তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মরদেহ হাসপাতালে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসজেড/

