যারা ভোটের বিরোধিতা করে, তারা শুধু মুখেই বলে, আন্দোলন করতে পারে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ সময় তিনি দাবি করেন, ভোটের বিরোধিতা ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে, জনগণের কোনো স্বার্থ নেই।
শনিবার (১৩ মে) সকালে বাংলা একাডেমিতে সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন বাহাউদ্দিন নাছিম।
এ সময় তিনি বলেন, দেশ বিরোধিরা আবারও ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, দেশের উন্নয়নে হতাশ এবং ঈর্ষান্বিত হয়ে বিএনপি জামায়াত ধারাবাহিকভাবে বিদেশে নালিশ করে যাচ্ছে।
এসজেড/

