কক্সবাজারের সব হোটেল-মোটেল-রিসোর্টকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছে কক্সবাজার পৌরসভা ও জেলা প্রশাসন। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে জানমাল রক্ষায় এ সিদ্ধান্ত।
কক্সবাজার পৌরসভা সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন ও পৌরসভা সমন্বয় করে কাজ করছে। আশ্রয়কেন্দ্র থেকে যাদের ঘরবাড়ি দূরে তাদেরকে আনতে ফ্রি গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতিও নিশ্চিত করেছে, হোটেলগুলোকে আশ্রয়কেন্দ্র করতে তাদের কাছে নির্দেশনা এসেছে। আপাতত ৭৮টি হোটেল প্রস্তুত রাখা হয়েছে। মানুষের সংখ্যা বাড়লে সব হোটেল আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
এদিকে, শনিবার (১৩ মে) সকাল থেকে জেলার ৫৭৬টি আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হয়েছে। ইতোমধ্যে অন্তত ৪৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
/এমএন

