গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ীতে খেলতে গিয়ে নিখোঁজ বায়েজিদ (৪) নামে এক শিশুর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের পাঁচদিন পর বাড়ির সামনের একটি ধানক্ষেত থেকে শনিবার (১৩ মে) বিকেলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বায়েজিদ পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা খোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে।
এর আগে, সোমবার (৮ মে) বিকেল তিনটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু বায়েজিদ। এ ঘটনায় শিশু বায়েজিদের মা রায়হানা বেগম পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু ইসলাম জানান, শিশুটির বাড়ির পাঁচশত গজ সামনের একটি ধান ক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। একইসাথে হত্যার রহস্য উন্মোচন এবং জড়িতদের শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে।
শিশু বায়েজিদের পরিবার জানায়, সোমবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু বায়োজিদ। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পাশাপাশি শিশু বায়োজিদকে ফিরে পেতে তালুক ঘোড়াবান্দা গ্রামসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে মাইকিং করা হয়। কিন্তু শিশু বায়োজিদকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে তার পরিবার।
/এনএএস

