Site icon Jamuna Television

মোখায় সংশ্লিষ্ট এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সংশ্লিষ্ট চার অঞ্চলের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রোববার (১৪ মে) বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ থাকবে। এই চার শিক্ষাবোর্ডের আওতাধীন জেলাসমূহে তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ রোববার বন্ধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে, মোখার কারণে ৬ শিক্ষাবোর্ডে রোববার ও সোমবার (১৪ ও ১৫ মে) দুইদিনের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরমধ্যে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড। এছাড়া অন্যান্য বোর্ডে ওইদিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়া স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

/এমএন

Exit mobile version