Site icon Jamuna Television

ইনজুরিতে সাকিব, ছিটকে গেলেন আয়ার‍ল্যান্ড সিরিজ থেকে

আঙুলের চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। কয়েক সপ্তাহের জন্য এই অলরাউন্ডারকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গেছে।

টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে নয়, আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও সাকিবকে পাওয়া যাবে কি না এ নিয়ে শঙ্কা রয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

শুক্রবার (১২ মে) চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব। আয়ারল্যান্ডের ইনিংসের ৪৩ তম ওভারের ঘটনা এটি। মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের এক সহজ ক্যাচ ছাড়েন সাকিব। কাভারে দাঁড়িয়ে থাকা সাকিব ক্যাচ ছাড়েন তো বটেই, চোট পান আঙুলে। পরে ওই চোট নিয়েই ব্যাটিং করেন সাকিব। ২৭ বলে ৫ চারে করেন ২৬ রান।

/এমএন

Exit mobile version