Site icon Jamuna Television

আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের শিকার রাশিয়া

আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা হলো রাশিয়ায়। রোববার (১৪ মে) স্থানীয় সময় ভোরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে
টোলিয়াটি শহরের একটি কারখানায়। খবর রয়টার্সের।

রাজধানী মস্কো থেকে ৬শ’ মাইল দূরে ভলগা নদীর তীরে এটির অবস্থান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে এ তথ্য। জানায়, প্রায় ৫ একর জায়গাজুড়ে নির্মিত ওই প্ল্যান্টে তৈরি করা হতো দরজা। কারখানার যে অংশে রং করার কাজ করা হতো, সেখান থেকেই হয় আগুনের সূত্রপাত। মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশাল অংশে।

৩ শতাধিক ফায়ার সার্ভিস কর্মী যোগ দেয় অভিযানে। ব্যবহার করা হয় দু’টি বিশেষ অগ্নিনির্বাপক ট্রেন। কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে গেছে কারখানাটির একাংশ। ধসে পড়েছে আরেক অংশের ছাদ। আগুন লাগার কারণ সম্পর্কে জানতে শুরু হয়েছে তদন্ত। নাশকতা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে তা।

এটিএম/

Exit mobile version