Site icon Jamuna Television

উলভসকে হারিয়ে শীর্ষ চারে অবস্থান মজবুত করলো ম্যান ইউনাইটেড

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে এরিক টেন হাগের শিষ্যরা। এই জয়ের ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন লিগের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রইলো রেড ডেভিলরা।

নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে সফরকারীদের চেপে ধরে রেড ডেভিলরা। ম্যাচের ৩২ মিনিটে গোলের দেখা পেয়ে যায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের থ্রু পাস ডি-বক্সে পেয়ে আন্তোনি খুঁজে নেন মার্সিয়ালকে। ফাঁকায় বল পেয়ে প্লেসিং শটে দলকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড। বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান ইউনাইটেড।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধের শুরুতে উলভস পাল্টা চাপ দেয়ার চেষ্টা করলেও তেমন সুবিধা করতে পারেনি তারা। উল্টো ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো; কিন্তু ফার্নান্দেসের ব্যাকহিল পাস পেয়ে আন্তোনির শটে বল পোস্ট ঘেঁষে বাইরে যায়।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে আন্তোনির আরেকটি জোরালো শটও রুখে দিয়ে দলের আশা বাঁচিয়ে রাখেন বেন্টলি। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আর পারেননি তিনি। প্রতিপক্ষের একটি আক্রমণ সামলে প্রতি-আক্রমণে ওঠে ইউনাইটেড। ফার্নান্দেসের থ্রু পাস ধরে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে শট নেন ১০ মিনিট আগে বদলি নামা আর্জেন্টাইন বিস্ময় বালক গার্নাচো। বল কাছের পোস্টে লেগে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

ছবি: সংগৃহীত

দারুণ এই জয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সমান ৬৬ পয়েন্ট হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। পাঁচ নম্বর দল লিভারপুলের চেয়ে তারা এগিয়ে গেল ৪ পয়েন্টে। তিনটি দলই খেলেছে ৩৫ ম্যাচ করে।

/আরআইএম

Exit mobile version