Site icon Jamuna Television

ঢাকায় ২৫টি গরুর হাট

রাজধানীতে পশুর হাট এখনও জমে ওঠেনি। বিক্রেতারা বলছেন, অনেকেই হাটে এসে দাম যাচাই-বাছাই করছেন।

ঢাকা উত্তর সিটিতে ১০টি ও দক্ষিণ সিটি করপোরেশনে ১৫টিসহ মোট ২৫টি হাট বসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু এখনও আসছে। হাটে বেশিরভাগ গরুই দেশি।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতাদের অনেকেই স্থানীয় হাটে গিয়ে দাম সম্পর্কে ধারণা নিচ্ছেন। বিক্রেতারাও গরুর মূল্য চাচ্ছেন বেশি।

রাজধানীর হাটে এবার প্রায় ১৪ লাখ গরু ওঠার সম্ভাবনা আছে। হাটে নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি হাটে জাল টাকা শনাক্তের জন্য বসানো হয়েছে বুথ।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version