
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে চলন্ত রিকশার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে দগ্ধ হয়েছেন জাহেদ আলী নামে এক রিকশাচালক। রোববার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।
আহত ওই রিকশাচালকের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে। তিনি চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ট্যানারি বটতল এলাকায় থাকতেন।
 যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে রিকশার ওপর। সাথে সাথেই তাতে আগুন ধরে যায় এবং বিদ্যুতায়িত হন জাহেদ আলী।
এ সময় দগ্ধ অবস্থায় জাহেদ আলীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এসজেড/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply