মোখার প্রভাবে মহেশখালীতে ভাসমান দুইটি টার্মিনাল থেকে তিন দিন ধরে বন্ধ রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ। এতে পাইপলাইনে গ্যাসের সরবরাহ কমে গেছে। এ কারণে বিদ্যুৎ উৎপাদন, রান্নার চুলা, শিল্পকারখানায় সংকট দেখা দিয়েছে। মোখায় সৃষ্ট এই পরিস্থিতিতে গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ এবং লোডশেডিং পরিস্থিতির উন্নতি আগামী দুই দিনের মধ্যে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (১৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। আরও জানান, ঝড়ে বিদ্যুতের তেমন কোনো ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত। দুয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
এদিকে, দুপুর থেকেই কক্সবাজার উপকূল দিয়ে অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র। বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সেন্টমার্টিন্সসহ কক্সবাজার উপকূলে প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দেশর বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে কাল। তবে ঝড়টি মূল আঘাত হেনেছে মিয়ানমারে।
এসজেড/

