খুলনা ব্যুরো:
পরকীয়ায় বাধা হওয়ায় নিজের দেড় বছরের পুত্র সন্তানকে বাড়ির পাশে পুকুরে ফেলে দিয়ে হত্যা করলেন মা। পরে তিনি প্রচার করতে থাকেন তার সন্তান হারিয়ে গেছে। এ ঘটনায় মা-বাবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ মে) সকালে পুকুরে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা লাশ উত্তোলন করে। খুলনার ফুলতলা উপজেলার উত্তর আলকা গ্রামে ঘটনাটি ঘটে। এরপরই নিজ পুত্র সন্তান মোমিনকে হত্যার অভিযোগে বাবা-মাকে আটক করে পুলিশ। দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাদের দু’জনকে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনার পরপরই এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শিশুটির পিতা সোহেল সরদার, মা মরিয়ম বেগম ও বাড়িওয়ালা আমেনা বেগমকে আটক করে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে শিশুটির ময়নাতদন্ত শেষে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফুলতলা থানার ওসি (তদন্ত) এম এ হক জানান, শিশুটির মা মরিয়ম বেগমের সাথে এলাকার একজনের পরকীয়া চলছিল। শিশুটির পিতা পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। শিশু সন্তানটি ছিল মায়ের পথের কাঁটা। পথের কাঁটা সরাতে শনিবার রাতের কোনো এক সময় মা শিশুটিকে বাড়ির পাশে পুকুরে ফেলে দিয়ে প্রচার করতে থাকেন ছেলে হারিয়ে গেছে। সকালে লাশ পুকুরে ভেসে ওঠে।
ইউএইচ/

