Site icon Jamuna Television

আখাউড়ায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তানজিমুল ইসলাম খাদেম (১৪) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থী স্থানীয় পল্লী চিকিৎসক আরিফুর রহমান খাদেম সূচনের ছেলে। সে তানজিমুল আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রোববার (১৪ মে) সকালে পৌরশহরের দুর্গাপূর গ্রামে বাথরুমের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয় ওই কিশোরের মরদেহকে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে বাথরুমে যায় তানজিমুল। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। পরে সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সাথে সাথেই তানজিমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, নিহত তানজিমুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসজেড/

Exit mobile version