Site icon Jamuna Television

দুর্ঘটনা রোধে ঈদের পর মহাসড়কে চেকপোস্ট: র‍্যাব ডিজি

মহাসড়কে দুর্ঘটনারোধে ঈদ পরবর্তী তিনদিন চেকপোস্ট থাকবে। প্রত্যেকটি ব্যাটালিয়নের ফেসবুক পেইজ থেকে ৪ ঘণ্টা পরপর ট্রাফিক আপডেট দেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

আজ শনিবার সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

বেনজীর আহমেদ বলেন, ঈদ ও কোরবানির পশুর হাটকে ঘিরে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
অনুমোদিত স্থান ছাড়া অন্য স্থানে যাতে পশুর হাট বসতে না পারে সেদিকে নজর দেয়া হচ্ছে।

এসময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, প্রত্যেকটি ব্যাটালিয়নের সাইবার ইউনিট করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাতে না পারে সে ব্যাপারে বিশেষ নজরদারি দেয়া হচ্ছে।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version