Site icon Jamuna Television

কাল ঢাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে: আবহাওয়া অধিদফতর

কাল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড় মোখার সবশেষ পরিস্থিতি নিয়ে রোববার (১৪ মে) বিকেলে আবহাওয়া অধিদফতরের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদফতরের উপ পরিচালক আসাদুর রহমান বলেন, আগামীকাল (১৫ মে) থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে বৃষ্টিপাত বেড়ে যাবে। সাইক্লোনের মূল অংশের গতিপথ আমাদের দেশ থেকে বেশ দূরে। এটি মিয়ানমারের দিকে অগ্রসর হওয়ায় সমস্ত শক্তি সাইক্লোনের কেন্দ্রে পুঞ্জীভূত হচ্ছে। তাই আমাদের দেশে বৃষ্টিপাত কমে গেছে। সাইক্লোনের মূল অংশ স্থলভাগের উপর উঠে যাওয়ার পর বাংলাদেশ অংশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঘূর্ণিঝড়টি মিয়ানমারের দিকে অগ্রসর হচ্ছে। তাই, বাংলাদেশ অংশে ঝুঁকি কিছুটা কম। বাংলাদেশে আর বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে না। তবে এর প্রভাব থাকবে।

/এম ই

Exit mobile version