Site icon Jamuna Television

অভিষেক রাঙাতে পারলেন না রনি; ভালো শুরুর পর শান্ত’র বিদায়

ছবি: সংগৃহীত

চেমসফোর্ডে সিরিজ নির্ধারণী সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুরুতে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওয়ানডে অভিষেক হওয়া রনি তালুকদার।

ইনজুরিতে সাকিব আল হাসান এই ম্যাচে খেলছেন না। তার জায়গায় বাংলাদেশ একাদশে সুযোগ পান রনি তালুকদার। শুরু থেকেই রানের জন্য তাড়াহুড়ো করছিলেন রনি তালুকদার। রান না পাওয়ার হতাশায় খেলছিলেন একের পর এক আলগা শট। ইনিংসের ১৩তম বলে প্রথম রান নিতে পারেন তিনি, সেই বলটি বাউন্ডারিতে পরিণত করেন রনি। পরের বলেই আউট হন তিনি। মার্ক অ্যাডায়ারের বলে উইকেটকিপারের গ্লাভসে সহজ ক্যাচ দেন। ১৪ বল খেলা ডানহাতির রানের সংখ্যা ওই বাউন্ডারিটিই।

বাজে ফর্মে থাকা তামিম ইকবাল ইনিংসে তৃতীয় ওভারে ১ রানে থাকার সময় জশ লিটলের বলে ক্যাচ দেন। স্লিপে সহজ ক্যাচটি নিতে পারেননি আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। এ যাত্রায় বেঁচে যান টাইগার অধিনায়ক।

ওপেনার রনি তালুকদারকে হারালেও রানের গতি কমেনি বাংলাদেশ দলের। শুরুর ধাক্কা সামলে দারুণভাবে দলকে এগিয়ে নেন নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল। ওভারপ্রতি ছয়ের বেশি করে রান তুলেন তারা। তবে একাদশ ওভারের পঞ্চম বলে দ্বিতীয় স্লিপে অ্যান্ডি বালবার্নির হাতে ক্যাচ দিয়ে আউট হন শান্ত। ৭ চারে ৩২ বলে করেছেন ৩৫ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৫ রান। ওপেনার তামিম ইকবাল ২২ রান নিয়ে ও লিটন দাস ২০ রানে ব্যাট করছেন।

/আরআইএম


Exit mobile version