Site icon Jamuna Television

‘গণমাধ্যমের একটি পক্ষ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে মাঠে নেমেছে’

গণমাধ্যমের একটি পক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে জাতীয় জাদুঘরে গুজব, সন্ত্রাস ও অপপ্রচারের বিরুদ্ধে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনের মত আরও আন্দোলন করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত।

তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবি যৌক্তিক। তবে পরে তাদের আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়া হয়েছে। আগামী নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই বলেও জানান কাদের।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version