Site icon Jamuna Television

‘সব সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন’

গাজীপুরসহ সব সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। এমনটা জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।

রোববার (১৪ মে) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, ধাপে ধাপে স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি জানান, কমিশনের ১৮তম সভায় ৭ পৌরসভা, কয়েকটি ইউনিয়ন পরিষদ, ওয়ার্ডের নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। সময় অনুযায়ী আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে, নির্বাচন হবে মধ্য জুলাইয়ের দিকে। পার্বত্য এলাকায় আসন বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব।

ইউএইচ/

Exit mobile version