Site icon Jamuna Television

অস্ত্র ও গুলিসহ সাত মামলার আসামি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জুয়েল প্যাদাকে (৩২) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার রাতে জেলার কলাপাড়া উপজেলার চাকামাইয়া পুরাতন ব্রিজ রোড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সিনিঃ সহকারী পরিচালক মোঃ হাছান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকার ৭নং ওয়ার্ডস্থ মোকলেস স-মিলের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী, মোড়ল বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার।

স্থানীয় জনগণের উপস্থিতিতে আসামির শরীর তল্লাশীকালে একটি ওয়ান শুটার গান, ৪টি কার্তুজ, নগদ ১৫৫০টাকা, ২টি মোবাইল সেট ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, তার বিরুদ্ধে বরগুনা জেলা আমতলী থানার হত্যা ও অস্ত্র মামলাসহ, পটুয়াখালী কলাপাড়া থানায় ৭টি মামলার ওয়ারেন্ট আছে। জুয়েলের বিরুদ্ধে কলাপাড়া থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

জুয়েল প্যাদা কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফারুক প্যাদার ছেলে।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version