Site icon Jamuna Television

চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ফাইল ছবি।

দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। মোখা নিয়ে আবহাওয়া অধিদফতরের শেষ ব্রিফিং ও ২২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে তা বলা হয়।

রোববার (১৪ মে) রাত ৮টার পর আবহাওয়া অধিদফতর এ ব্রিফিং করে। তাতে বলা হয়, কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মোখার বিষয়ে আবহাওয়া অফিস জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দূর্বল হয়ে মিয়ানমারের সিটোয়া অঞ্চলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে মোখা। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এদিকে, রোববার দুপুর আড়াইটায় ১৪৭ কি. মি. বেগের বাতাস সেন্টমার্টিন থেকে রেকর্ড করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া তাপমাত্রাও কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

/এমএন

Exit mobile version