Site icon Jamuna Television

অধ্যাপক তাহের হত্যা: দুই আসামির ফাসি স্থগিতে রিট খারিজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এই দুই আসামির ফাসি কার্যকরে কোনো বাধা থাকলো না।

রোববার (১৪ মে) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

গত ৭ মে এ বিষয়ে রিট দায়ের করা হয়। রিটে অধ্যাপক মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চাওয়া হয়। গত ৩ মে অধ্যাপক তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অধ্যাপক মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের রিভিউ আবেদন খারিজের রায় প্রকাশ করেন আপিল বিভাগ। ফলে এই দুই আসামির ফাঁসি কার্যকরে আইনগত কোনো বাধা নেই। তারা শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন বলে জানান আইনজীবীরা।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাবির আবাসিক এলাকার ম্যানহোল থেকে উদ্ধার করা হয় নৃশংসভাবে হত্যার শিকার হন অধ্যাপক তাহেরের মরদেহ।

/এমএন

Exit mobile version