ঘূর্ণিঝড় মোখা দুর্বল হয়ে উত্তর ও উত্তর পশ্চিম হয়ে মিয়ানমারের সিটোয়া অঞ্চলে গভীর নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে। তাই বাংলাদেশের বন্দরগুলোতে বিপদসংকেতও কমিয়ে আনা হয়েছে।
রোববার (১৪ মে) আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, চট্টগ্রাম ও পায়রায় ৮ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও মংলায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে, মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা ছয়টায় টেকনাফ হয়ে বাংলাদেশ উপকূল পেরিয়ে যায়। এটি দুর্বল হয়ে মিয়ানমারের সিটোয়াতে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর স্থলভাগে আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে মোখা।
দুপুর আড়াইটায় ১৪৭ কিমি বেগের বাতাস সেইন্ট মার্টিন থেকে রেকর্ড করা হয়েছে। আগামীকাল থেকে ঢাকাসহ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া তাপমাত্রাও কমবে।
ইউএইচ/

