Site icon Jamuna Television

শপথ নিলেন ইমরান খান

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান। আজ শনিবার রাজধানী ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজে হয়েছে শপথ অনুষ্ঠান। অনাড়ম্বর আয়োজনে ইমরানকে শপথ পড়ান প্রেসিডেন্ট মামনূন হুসাইন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও রাজনীতিবীদ নভোজৎ সিং সিধূ। ছিলেন ইমরানের সাবেক স্ত্রী ও পীরজাদি বুশরা রিয়াজ ওয়াত্তু।

শপথগ্রহণের পর অতিথিদের সাথে কুশল বিনিময় করেন নতুন প্রধানমন্ত্রী। এরপর প্রেসিডেন্ট হাউজের বাইরে তাকে দেয়া হয় গার্ড অব অনার।

এর আগে শুক্রবার পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেয়া প্রথম ভাষণে ইমরান খান দেন পরিবর্তনের অঙ্গীকার। জোর দেন দুর্নীতি দমন আর অপরাধীদের বিচার ও জবাবদিহিতার আওতায় আনার ওপর। এসময় সেনাবাহিনীর সহযোগিতায় নির্বাচনে জয়ের অভিযোগ প্রত্যাখ্যান করেন সাবেক এ ক্রিকেটার।

Exit mobile version